ফের কূটনৈতিক সম্পর্ক গড়বে সৌদি-কানাডা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:২২, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ফের কূটনৈতিক সম্পর্ক গড়বে সৌদি-কানাডা

newsup
প্রকাশিত জুন ৩, ২০২৩
ফের কূটনৈতিক সম্পর্ক গড়বে সৌদি-কানাডা

কানাডা প্রতিনিধি: ২০১৮ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে ভাটা পড়ার প্রায় পাঁচ বছরের মাথায় গতকাল কানাডা এবং সৌদি আরব সিদ্ধান্ত নিয়েছে তারা আবার কূটনীতিক সম্পর্ক গড়বে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের নভেম্বরে ব্যাংককে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোটের (অ্যাপেক) সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন সিদ্ধান্ত নেন।
যৌথ বিবৃতিতে তারা বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগির হত্যায় সৌদি আরবের নিন্দা জানিয়েছিল কানাডাসহ অন্যান্য পশ্চিমা দেশ। একই বছর রিয়াদে কানাডার দূতাবাস থেকে সৌদি আরবের আটক নারী অধিকারকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করে টুইট করেন কর্মকর্তারা। এ ঘটনায় অটোয়া থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নেয়াসহ বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রিয়াদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।