ডেস্ক রিপোর্ট: ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আড়াই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। আহতের সংখ্যা প্রায় হাজার খানেক। শুক্রবার (২ জুন) সন্ধ্যা সাতটার দিকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০-১২টি বগি ওড়িশার বালাসোরে লাইনচ্যুত হয়। কিছুক্ষণ পর উল্টো দিক থেকে হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস ছুটে আসায় দুর্ঘটনার মাত্রা আরও তীব্র হয়।
এ দুর্ঘটনায় এক দিনের শোক ঘোষণা করেছে ওড়িশা রাজ্য সরকার। ভয়াবহ এই ট্র্যাজেডিতে শোক প্রকাশ করেছেন ভারতের সিনে তারকারাও।
সুপারস্টার সালমান খান সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘দুর্ঘটনার খবর শুনে সত্যিই মনটা খারাপ হয়ে গেলো। নিহতদের আল্লাহ যেন শান্তিতে রাখেন। সেই সঙ্গে তাদের পরিবারকে যেন সুরক্ষা এবং শোক সইবার শক্তি দেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
কিংবদন্তি অভিনেতা মনোজ বাজপেয়ী টুইটারে লিখেছেন, ‘খুব ভয়ংকর! খুব বেদনাদায়ক!’
অক্ষয় কুমার বললেন, ‘ওড়িশার ট্রেন দুর্ঘটনার চিত্র দেখে মনটা ভেঙে গেছে। আহতদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করছি। নিহত-আহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।’
অভিনেতা সানি দেওল লিখেছেন, ‘ওড়িশার বালাসোরের ট্রেন দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। যারা মারা গেছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।