পণ্যের পরিবেশবান্ধব বিকল্প - BANGLANEWSUS.COM
  • ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

পণ্যের পরিবেশবান্ধব বিকল্প

newsup
প্রকাশিত জুন ৫, ২০২৩
পণ্যের পরিবেশবান্ধব বিকল্প

ডেস্ক রিপোর্ট: প্লাস্টিকের একক ব্যবহার বা ওয়ানটাইম প্লাস্টিক পণ্য পরিবেশের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ। অথচ প্রায় প্রতিদিনই আমরা প্লাস্টিকের বোতল, কফির কাপ কিংবা প্লাস্টিকের ওয়ানটাইম প্লেট ব্যবহার করছি। এগুলো সাধারণত একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয়। পুনঃব্যবহারযোগ্য না হওয়ায় এতে উল্লেখযোগ্য পরিমাণে বর্জ্য উৎপাদন হয়। এতে পরিবেশ পড়ছে ঝুঁকিতে। ওয়ানটাইম ইউজ প্লাস্টিক ছাড়াও দৈনন্দিন জীবনে নানাভাবে আমরা ব্যবহার করি প্লাস্টিকের পণ্য। আমাদের সচেতনতাই পারে প্লাস্টিক দূষণ কমিয়ে পরিবেশকে নিরাপদে রাখতে। আমরা প্রতিদিন ব্যবহার করি এমন কিছু প্লাস্টিক পণ্যের পরিবেশবান্ধব বিকল্প কী হতে পারে জেনে নিন।

১। ডাব কিংবা কোল্ড ড্রিংক খাওয়ার জন্য প্লাস্টিকের স্ট্র ব্যবহার না করে কাগজ বা বাঁশের স্ট্র ব্যবহার করতে পারেন।

২। প্লাস্টিক বা পলিথিন ব্যাগ এড়িয়ে ব্যবহার করুন কাগজের ব্যাগ। কাপড় অথবা পাটের ব্যাগও হতে পারে চমৎকার বিকল্প।

৩। প্লাস্টিকের টুথব্রাশের বদলে পরিবেশবান্ধব বাঁশের টুথব্রাশ ব্যবহার করুন।

৪। ডিশওয়াশিং লিকুইড, হ্যান্ডওয়াশ বা তরল সাবান প্লাস্টিকের বোতলে না রেখে কাচের বোতলে রাখুন। শেষ হয়ে গেলে বোতল আবার রিফিল করে নিন।

৫। বন্ধুদের নিয়ে পার্টি বা পিকনিকের আয়োজন করলে প্লাস্টিকের ওয়ানটাইম প্লেটের বদলে বাঁশ, সুপারির খোল কিংবা নারিকেলের পাতার তৈরি প্লেট ব্যবহার করুন।

৬। প্লাস্টিকের গ্লাস বা কাপের বদলে পেপার কাপ ব্যবহার করুন।

৭। পুনঃব্যবহারযোগ্য সিলিকনের কাপ ব্যবহার করতে পারেন বা কিংবা কফি খাওয়ার জন্য। এগুলো সহজে বহনও করা যায়।

৮। প্লাস্টিকের চামচের বদলে ব্যবহার করতে পারেন কাঠ বা বাঁশের চামচ।

৯। কাঠের চিরুনি ব্যবহার করতে পারেন প্লাস্টিকের চিরুনির বদলে। এতে চুলের স্বাস্থ্যও ভালো থাকবে।

১০। পিরিয়ড চলাকালীন সময়ে স্যানিটারি ন্যাপকিনের বদলে ব্যবহার করুন পরিবেশবান্ধব মেন্সট্রুয়াল কাপ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।