স্পোর্টস ডেস্ক: রশিদ খানকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। তার মতে টেস্ট ও ওয়ানডেতে আহামরি বোলার নয় এই লেগস্পিনার। তবে লাল বলে রশিদ যে ভয়ঙ্কর সেই প্রমাণ মিলেছিল ২০১৯ সালে চট্টগ্রাম টেস্টে। বাংলাদেশি ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। এবার আর কোনও পরীক্ষা দিতে হবে না লিটন দাসের দলকে। কারণ তাকে ছাড়াই বাংলাদেশে একমাত্র টেস্ট খেলবে আফগানিস্তান।
বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার ঘণ্টাখানেক পর ১৫ জনের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেই দলে নেই রশিদ। চার বছর আগে চট্টগ্রামে ২২৪ রানের জয়ে দুই ইনিংসেই পাঁচটিসহ ১১ উইকেট নেওয়া এই লেগস্পিনারকে বাদ দিয়েছেন নির্বাচকরা। আগামী ১৪ জুন মিরপুরে শুরু হবে একমাত্র টেস্ট।
ফাস্ট বোলিংয়ে ইব্রাহিম আব্দুলরাহিমজাই ও নিজাত মাসুদের সঙ্গে স্পিন বিভাগে আছেন তরুণ লেগস্পিনার ইজহারুলহক নাভিদ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।