কানাডা অফিস: কানাডার উইন্ডসরে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাল্টিন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ফেস্ট (এমএমএলএফ) ২০২৩। আগামী বৃহস্পতিবার উইন্ডসর শহরের কাবোটো ক্লাবে আয়োজিত অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশি অলাভজনক সংস্থা ‘হারমোনি কালচারাল রিসার্চ অ্যান্ড এক্সচেঞ্জ ফোরাম’। যেখানে অংশ নেবে বিশ্বের অন্তত ২৮টি দেশ।
বৈশ্বিক করোনা মহামারিজনিত সংকটে দুই বছর বিরতির পর এবারের আয়োজন ঘিরে বেশ উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। আয়োজকরা জানান, এবারের আয়োজনে ২৮টিরও বেশি দেশের শিল্পীরা তাদের নিজস্ব সংস্কৃতিক পরিবেশনা নিয়ে হাজির হবেন। যার মাধ্যমে দেশগুলো নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে বিশ্বের বুকে নিজেদের অবস্থান জানান দিতে পারবেন। একইসাথে বাংলাদেশি শিল্পীরাও হাজার মাইল দূরের দেশে তুলে ধরবেন লাল সবুজের বাংলা ও বাঙালির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে থাকছেন, উইন্ডসর শহরের স্থানীয় বাংলাদেশি রিয়ালটোর রনি হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উইন্ডসর শহরের মেয়র ড্রিউ ডিল্কেন্স। বিশেষ অতিথি হিসেবে থাকবেন লিবারেল পার্টির সাংসদ এরেক কুসমিয়েরচেক এমপি, এনডিপি পার্টির সাংসদ ব্রায়ান মেসি এমপি, পুলিশ প্রধান জেসন বেল্লাইরে ও ফায়ার চিফ স্টিফেন লাফোরেট।
বর্তমানে হারমনির পরিচালক হিসেবে নিয়োজিত আছেন মুস্তাফিজুর রহমান, ড. ওমর ফারুক, খালেক জামান, ড. মোন্তাজির রহমান ও মুনতাসির নাসির সৈকত। ২০২১ সালে হারমোনির অন্যতম পরিচালক মো. আবদুল কাইয়ুম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে ইন্তেকাল করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।