উত্তাল ফ্রান্স - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:৫৪, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

উত্তাল ফ্রান্স

newsup
প্রকাশিত জুলাই ১, ২০২৩
উত্তাল ফ্রান্স

লন্ডন প্রতিনিধি: ফ্রান্সকে অবশ্যই পুলিশের মধ্যে জাতিগত বৈষম্যের গভীর সমস্যাগুলোর সমাধান করতে হবে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। গত মঙ্গলবার পুলিশের গুলিতে ১৭ বছরের কিশোর নিহত হলে, ফ্রান্সে জাতিগত বৈষম্যের বিষয়টি নতুন করে সামনে আসে। সেই রাত থেকে বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশটি।

জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফ্রান্সে পুলিশের হাতে উত্তর আফ্রিকান বংশোদ্ভূত ১৭ বছর বয়সী এক কিশোরের হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা লক্ষ্য করেছি যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। শামদাসানি বলেন, ‘আইন প্রয়োগে বর্ণবাদ এবং বৈষম্যের গভীর সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে মোকাবিলা করার জন্য এটি উপযুক্ত একটি মুহূর্ত।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।