ডেস্ক রিপোর্ট: বিদেশ ভ্রমণকারীদের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেবার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। ফলে এখন থেকে জিপি স্টার প্ল্যাটিনাম প্লাস গ্রাহকদেরকে অ্যারাইভাল থেকে ইমিগ্রেশন পর্যন্ত সহায়তা করবেন গ্রামীণফোনের রিলেশনশিপ কর্মকর্তা। বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিটের প্রতিনিধিরা গ্রাহকদের অভ্যর্থনা জানাবেন। পুরো বিমানবন্দরে দিক সংক্রান্ত সহায়তা ছাড়াও বিশেষজ্ঞ সেবা প্রদান করবেন।
বিমানবন্দরে প্রবেশ, লাগেজ সংগ্রহ, সিকিউরিটি স্ক্রিনিং, বোর্ডিং কার্ড ও চেকইন কার্যক্রমের মতো ব্যক্তিগত কাজে সহায়তা করবেন। অর্থাৎ অ্যারাইভাল থেকে ইমিগ্রেশন পর্যন্ত নির্দিষ্ট টার্মিনাল দিয়ে বের হওয়া পর্যন্ত প্রতিবার জিপিস্টার গ্রাহকদের জন্য স্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।