কিসের ইঙ্গিত গ্রিলসের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:২৮, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কিসের ইঙ্গিত গ্রিলসের

newsup
প্রকাশিত জুলাই ১১, ২০২৩
কিসের ইঙ্গিত গ্রিলসের

ডেস্ক রিপোর্ট: বিয়ার গ্রিলস। ডিসকভারি চ্যানেলে জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’র অপ্রতিদ্বন্দ্বী এক উপস্থাপক। স্কটিশ এ লেখক সাহসী অভিযাত্রী হিসাবে বিশ্বে এক নামে পরিচিত।

স্থানীয় সময় রোববার নিজের ভেরিফাইড টুইটারে হঠাৎই ‘লুঙ্গি’ পরা একটি ছবি আপলোড করে দর্শকদের জন্য নতুন ইঙ্গিত দিলেন তিনি। যেখানে দেখা যায় ‘লুঙ্গি’র মতো কিছু পরে আছেন তিনি।

টুইটে তিনি তার ফলোয়ারদের উদ্দেশে বলেন, অনুমান করুন আমার পরবর্তী ভ্রমণের অতিথি কে হতে পারে? স্কটল্যান্ডের ঐতিহাসিক অঞ্চল স্কটিস হাইল্যান্ডে তোলা একটি ছবি শেয়ার করেন। পোস্টটি প্রায় ১ লাখ ৬ হাজার ভিউ হয়। সেখানে ভক্তরা সবাই পরবর্তী অতিথি কে হতে যাচ্ছেন সে বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন। খবর ইকোনমিক টাইমসের।

ছবি দেখে এ ভক্ত লিখেছেন, এটি দেখতে ‘লুঙ্গি’র মতো। তবে ভক্তরা অনুমান করলেও গ্রিলসের অ্যাডভেঞ্চার শোতে পরবর্তী সেলিব্রিটি কে হবেন তা এখনো স্পষ্ট করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, রিয়েলিটি শো রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলসের প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য ভারতের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্রিকেটার বিরাট কোহলি আলোচনায় রয়েছেন। এর আগে তার শোতে ভারতের অভিনেতা রজনীকান্ত, অক্ষয় কুমার, ভিকি কৌশল এবং রণবীর সিংসহ অনেকে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক অভিযান করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।