জোকোভিচকে ভয় পাওয়ার সময় নেই: আলকারেজ
১৫ জুলা ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: জুনে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে নোভাক জোকোভিচের মুখোমুখি হয়েছিলেন কার্লোস আলকারেজ। সার্ব তারকার সামনে দাঁড়ানোর দুশ্চিন্তায় শরীর ভেঙে পড়েছিল তার। এই কথা স্বীকার করলেন শুক্রবার উইম্বলডনের ফাইনালের টিকিট কাটার পর। কারণ আরেকবার জোকোভিচের সামনে দাঁড়াতে হচ্ছে তাকে। এবার আর ভয় পেয়ে ভুল করতে চান না তিনি।
২০০৬ সালে স্বদেশী রাফায়েল নাদালের পর সর্বকনিষ্ঠ হিসেবে উইম্বলডনের ফাইনালে পা রাখলেন ২০ বছর বয়সী স্প্যানিশ। শুক্রবার দানিল মেদভেদেভের বিপক্ষে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে জিতেছেন আলকারেজ।
ইউএস ওপেনের পর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি আলকারেজের সামনে। কিন্তু প্রতিপক্ষ বেশ কঠিন। এই টুর্নামেন্টে টানা ৩৪তম ম্যাচ জিতে ফাইনালে জোকোভিচ। ২০১৩ সালের পর থেকে কখনও সেন্টার কোর্টে হারেননি। তাছাড়া সার্ব তারকা রেকর্ড ৩৫তম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলতে যাচ্ছেন, যেখানে আলকারেজের জন্য এই অভিজ্ঞতা কেবল দ্বিতীয়বার।