ডেস্ক রিপোর্ট: কর্মব্যস্ত জীবনে আমাদের যেন সামান্য ফুরসত মেলে না নিজের জন্য একটু সময় বের করার। সবাই চান অল্প সময়ে স্বল্প বাজেটে কাছে কোথাও ঘুরে আসতে। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। পরিকল্পনামাফিক ‘আমার বাংলাদেশ’ ট্রাভেল গ্রুপ থেকে আমরা চললাম সোনারগাঁ লোকশিল্প জাদুঘর, পানাম নগর। তিব্বত বাসস্ট্যান্ড থেকে সকাল সোয়া ৮টায় আমরা ছয়জন মনজিল পরিবহনে চড়ে বসলাম। গন্তব্য গুলিস্তান। মনে এক ধরনের উত্তেজনা কাজ করছিল। বাসে বন্ধুরা আড্ডায় মেতে উঠলাম। মনের মাঝে তখন সুর বেজে উঠছে হেমন্তের গান ‘পথ হারাবো বলেই এবার পথে নেমেছি/সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি।’ পথ হারাতে হয়নি। আমরা ঠিক ঠিক পৌঁছে গেলাম গুলিস্তান। মেঘলা পরিবেশে উদগ্রীব মনে বাস থেকে নামলাম। অন্য বাসে চেপে এবারের গন্তব্য মোগরাপাড়া।
অল্প সময়েই আমরা পৌঁছে গেলাম মোগরাপাড়ায়। এবার কিন্তু উদরপূর্তি করার সময়। কারণ সকালের নাশতা যে এখনও করা হয়নি। পেটপূজা করে নিলাম পরোটা, ডাল-ভাজি আর মিষ্টি দিয়ে। ডাল-ভাজিটা অসাধারণ ছিল। মোগরাপাড়া বাসস্ট্যান্ডেই এমন অনেক খাবারের দোকান পাবেন। নাশতা শেষে ইজিবাইকে করে এবার পানাম নগর। পৌঁছে প্রথমেই যা মনে এলো তা হলো, আমরা যেন কল্পনার কোনো জগতে এসে পড়েছি। বড় নগর, খাস নগর, পানাম নগর- প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরোনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বারোভূঁইয়াদের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত।
সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই নগরী গড়ে ওঠে। নগরী চিরে চলে যাওয়া পানাম সড়ক। আর সড়কের দু’পাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতল বাড়িতে ভরপুর পানাম নগর। ১৫ শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্যরীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে ৫২টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে ৩১টি আর দক্ষিণ পাশে ২১টি বাড়ি রয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।