ভারত প্রতিনিধি: পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়াতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুধুমাত্র উত্তর ২৪ পরগনায় ডেঙ্গু আক্রন্তের সংখ্যা ৭০০ পার করেছে।
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই সহস্রাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। ডেঙ্গুতে মৃত্যুও হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের এমন ডেঙ্গু পরিস্থিতি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘বাংলাদেশ থেকেই পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। এভাবে রোগ ছড়িয়ে পড়লে কী করা যায়? কাউকে তো ঢুকতে বারণ করতে পারি না।’
এসময় তিনি জানান, ওপার বাংলায় (পশ্চিমবঙ্গে) ডেঙ্গু ঠেকাতে সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেয়া হচ্ছে। বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গে গেলে সীমান্তেই ডেঙ্গু পরীক্ষা করানোর পক্ষে প্রস্তাব দেন তিনি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।