বিশেষ প্রতিবেদক : দারুল উলুম নিউইয়রকে (150-11, Hillside Ave, Queens, NY 11432) বুখারি খতম ও গ্রাজুয়েশন অনুষ্ঠান আগামী ১০ আগষ্ট বৃহস্পতিবার অনুষঠিত হবে । ঐদিন আসরের জামাত (বিকাল ৬) শেষে জলসা শুরু হবে । অনুষ্ঠানে স্পেশাল গেষট হিসেবে উপসথিত থেকে বকতব্য রাখবেন দারুল উলুম দেওবনদের সদরুল মুদাররিস এবং জামায়াত উলামায়ে হিনদের প্রেসিডেনট হযরত মাওলানা আরশাদ মাদানি দা. বা. । মহিলাদের জন্য পৃথক বসার ব্যবস্থা রয়েছে ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।