৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার - BANGLANEWSUS.COM
  • ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার

newsup
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৩
৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার

ডেস্ক রিপোর্ট: স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য প্রতি লিটার ১৫৯ টাকা ৯৫ পয়সা দরে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সুপার ওয়েল রিফাইনারি লিমিটেড থেকে এ সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে সরকারের মোট ব্যয় হবে ১২৭ কোটি ৯৬ লাখ টাকা।

এর আগেও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ১২৭ কোটি ৪ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়। এতে প্রতি লিটারের দাম ধরা হয়েছিল ১৫৮ টাকা ৮০ পয়সা।

বুধবার (১৬ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানান, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আমিন উল আহসান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।