বাইডেন আসছেন ভারতে

Daily Ajker Sylhet

newsup

০৪ সেপ্টে ২০২৩, ১২:১৭ অপরাহ্ণ


বাইডেন আসছেন ভারতে

যুক্তরাষ্ট্র অফিস: চলতি সপ্তাহেই ভারতে বসতে যাচ্ছে জি-২০ সম্মেলন। এই সম্মেলনে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তবে বাইডেন ভারতে আসছেন বলে জানা গেছে।

 

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের সঙ্গে সম্পর্কে টানাপোড়ন নতুন কিছু নয়। তবে, বর্তমানে চীনের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায় যুক্তরাষ্ট্র।

 

নয়াদিল্লিতে হওয়া সম্মেলনে শি আসছেন না এ বিষয়ে বাইডেনকে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি হতাশ। কিন্তু, আমি তাকে দেখতে চাচ্ছি।’ তবে কীভাবে চীনা প্রেসিডেন্টকে দেখবেন তিনি সে বিষয়ে কোনো বিশদ বিবরণ দেননি মার্কিন প্রেসিডেন্ট।

 

সর্বশেষ কয়েক মাসে চীনে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মূলে রয়েছে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন।

 

ইউরোপীয় ইউনিয়নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শি জি-২০ সম্মেলনে নাও আসতে পারেন। সম্মেলনে চীনকে প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী লি কিয়াং।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।