সিলটি ভাষাকে অন্যতম ভাষা হিসাবে স্বীকৃতির দাবীতে জাতিসংঘের কার্যালয়ে সিলটি পাঞ্চায়িত’র চিটি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:০৪, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সিলটি ভাষাকে অন্যতম ভাষা হিসাবে স্বীকৃতির দাবীতে জাতিসংঘের কার্যালয়ে সিলটি পাঞ্চায়িত’র চিটি

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৩
সিলটি ভাষাকে অন্যতম ভাষা হিসাবে স্বীকৃতির দাবীতে জাতিসংঘের কার্যালয়ে সিলটি পাঞ্চায়িত’র চিটি

সোলেমান হোসেন চুন্নু সিলেট বু্্যরো: সিলটি ভাষা ও সিলটি নাগরি লিপি বিলুপ্তির পথে। এই ভাষাকে সার্বজনীন ও বাংলাদেশের অন্যতম প্রধান ভাষা হিসাবে স্বীকৃতির দাবীতে সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী জাতিসংঘের লন্ডনস্থ কার্যালয়ে একটি আবেদনপত্র দাখিল করেছেন। অনুরূপ আবেদনপত্র তিনি জাতিসংঘের সদর দপ্তর ও বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ে প্রেরণ করেছেন।
গত বুধবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই আবেদন পত্রের বিষয়ে উল্লেখ করেন।
আবেদনপত্রে বলা হয়, বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষ সিলটি ভাষায় কথা বলে। ভারত ও বিশ্বের অন্যান্য দেশে আরো বেশী মানুষ এই সিলটি ভাষায় কথা বলে। এই ভাষার অক্ষর হল সিলটি নাগরি লিপি। এই সিলটি ভাষা ও সিলটি নাগরি লিপি বাংলাদেশ সরকারের স্বীকৃতি না থাকার কারণে বিলুপ্তির পথে।
সিলটি পাঞ্চায়িত ইতিপূর্বেও এই ভাষাকে রাষ্ট্রের ২য় ভাষা হিসেবে স্বীকৃতি দানের লক্ষে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন আহমদ চৌধুরী আবেদনপত্রে আরো বলেন, এই ভাষাটি অতি প্রাচীন। সুন্দর এই ভাষাকে সংরক্ষণ এবং বাংলাদেশের অন্যতম প্রধান ভাষা হিসাবে স্বীকৃতি প্রদানের জন্য আমি বাংলাদেশের সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।