অনলাইনে রিসেলার ব্যবসা কি বৈধ? - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:৪৪, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অনলাইনে রিসেলার ব্যবসা কি বৈধ?

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৩
অনলাইনে রিসেলার ব্যবসা কি বৈধ?

ডেস্ক রিপোর্ট: রিসেলার হলেন সেই ব্যক্তি যে কোন পণ্য বিক্রি করার উদ্দেশ্যে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য মার্কেটিং করে কিছুটা বেশি দামে বিক্রি করে লাভ অর্জন করেন।
অনলাইন দুনিয়ায় যাদের সামান্যতম বিচরণ আছে তারা নিশ্চয়ই ইতোমধ্যে রিসেলার ব্যবসা নামটি শুনেছেন। বর্তমানে যতগুলো কম টাকায় লাভজনক ব্যবসা রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই রিসেলিং ব্যবসা।

এই আর্টিকেলে আমরা এর শরয়ী দিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।
অনলাইন জগতে রিসেলার ব্যবসা (Reseller Business) এর জন্য একাধিক অ্যাপস রয়েছে। যেমন—মিশো (Meesho), GlowRoad Reselling App, ResellMall, Shop101 Reseller App, Earnkaro ইত্যাদি অ্যাপসগুলো খুবই বিখ্যাত।

এ ধরণের আরো অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপ্লিকেশনগুলোতে একটি সংস্থা তাদের পণ্যগুলো বিক্রি করার জন্য ইন্টারনেটে বিজ্ঞাপন দেয় এবং এটির জন্য একটি মূল্যও নির্ধারণ করে।

অতঃপর অন্য কোনো ব্যক্তি যদি এসব পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করতে চায়, তাহলে প্রথম সংস্থা বা প্রতিষ্ঠানটি
এই দ্বিতীয় ব্যক্তিকে (রিসেলারকে) এ কথা বলে যে— আপনিও এসব পণ্যের প্রচার করতে পারেন, এবং এগুলোকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেন এবং আসল দামের সাথে যে পরিমাণ ইচ্ছা মুনাফা যুক্ত করতে পারেন। সেই মুনাফা সংস্থা কর্তৃক আসল দামের সঙ্গে যোগ করে প্রচার করতে পারেন। (যেমন কোনো সংস্থা একটা পণ্যের মূল্য নির্ধারণ করল ১০০ টাকা, তারপর রিসেলার আরো ৩০ টাকা যুক্ত করে সেই পণ্যের প্রচার করতেছে ১৩০ টাকায় নিতে পারবেন।) এখন যদি কোনো ব্যক্তি এই পণ্যটি কিনেন, তাহলে প্রথম সংস্থা বা কোম্পানি সরাসরি ক্রেতার কাছে পণ্যটি পার্সেল করে পাঠিয়ে দেয়। তার কাছ থেকে সম্পূর্ণ মূল্য (আসল মূল্য+রিসেলারের মুনাফা উভয়টাই) উসুল করে ফেলেন। এই রিসেলার বা দ্বিতীয় ব্যক্তির মুনাফা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন— ‘যখন তুমি কোনো পণ্য ক্রয় করবে, তখন তা হস্তগত করার আগে অন্যত্র বিক্রি করবে না।’ [মুসনাদে আহমদ-১৫৩১৬]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।