রয়টার্সের প্রতিবেদন: কিউবায় গুপ্তচর ঘাঁটি তৈরি করছে চীন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৫, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

রয়টার্সের প্রতিবেদন: কিউবায় গুপ্তচর ঘাঁটি তৈরি করছে চীন

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৩
রয়টার্সের প্রতিবেদন: কিউবায় গুপ্তচর ঘাঁটি তৈরি করছে চীন

Manual8 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: কিউবায় গুপ্তচর ঘাঁটি তৈরি করতে চলেছে চীন। এ লক্ষ্যে কিউবার সাথে একটি গোপন চুক্তিতেও পৌঁছেছে এশিয়ার পরাশক্তি এই দেশটি। যেখানে এই ঘাঁটি নির্মাণ করা হবে সেখান থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দূরত্ব মোটামুটি ১০০ মাইল।

মার্কিন মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডা থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) দূরে অবস্থিত দ্বীপে ইলেকট্রনিক ইভসড্রপিং স্থাপনা প্রতিষ্ঠার জন্য চীন কিউবার সাথে একটি গোপন চুক্তিতে পৌঁছেছে বলে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এবং কিউবান সরকার এই প্রতিবেদন সম্পর্কে দৃঢ় সন্দেহ প্রকাশ করেছে।

Manual4 Ad Code

গোপন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এই প্রতিবেদন সামনে এনেছে। কিউবার সাথে চীনের গোপন চুক্তির বিষয়ে গোয়েন্দা তথ্য জানেন এমন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, এই ধরনের গুপ্তচর স্থাপনা তৈরি করা গেলে দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্র থেকে ইলেকট্রনিক যোগাযোগের তথ্য সংগ্রহ করার সক্ষমতা চীনের হাতে চলে যাবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code