ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে তিনদিনের বিশ্রাম পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজ বিশ্রামের তৃতীয় ও শেষ দিন চলছে। সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে হারের পর ৫ দিন বিরতি পেয়েছে। তার পর শেষ ম্যাচ শুক্রবার। আজ ছুটি শেষ হওয়ার পর বুধবার থেকে দুই দিন অনুশীলনের সুযোগ পাবেন সাকিবরা। তবে ছুটির এই সময়টাতে সেরে নেওয়া হয়েছে টিম মিটিং।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ক্রিকেটারদের নিয়ে বসেছিল টিম ম্যানেজমেন্ট। সেখানে হাথুরুসিংহে ওয়ান টু ওয়ান মিটিং করেছেন প্রত্যেকের সঙ্গে। কোথায় সমস্যা হচ্ছে, কোথায় ঘাটতি সেটা জেনে সমাধানের পথ বলে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সঙ্গে কলম্বোয় থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ক্রিকেটাররা লাইনচ্যুত হয়ে গেছে কী না আমি দেখি না। তারা নিজেরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে। আজকে কোচের সঙ্গে ওয়ান টু ওয়ান আলোচনা ছিল। প্রতিটা প্লেয়ারের সঙ্গে মিটিং ছিল। তারা আলাপ করেছে। সমস্যা নিয়ে কোচের সঙ্গে তারা আলাপ করেছে। কোচের কাছে শেয়ার করেছে তারা। কী সমস্যা আছে তাও ধরিয়ে দেওয়া হয়েছে। এটার প্রতিফলন আগামী ম্যাচে পাওয়া যাবে।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।