ডেস্ক রিপোর্ট: কিছু কিছু গুনাহ ও বদ আমলের কারণে নেক আমল করার তাওফিক থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। যেমন- জুলুম-অত্যাচার, বদনজর ও হিংসা-বিদ্বেষ ইত্যাদি। যদি কোনো কারণ ছাড়া নেক আমল ছুটে যায় অবশ্যই চিন্তা করুন! আপনার দ্বারা কোনো গুনাহ হয়েছে কিনা? অনিচ্ছাকৃতভাবে যদি কোনো নেক আমল ছুটে যায়, তাহলে আল্লাহর দরবারে তওবা ও ইস্তেগফার করা উচিত।
তথ্যসূত্র : বুখারি শরিফ, হাদিস নং-৫৮৫৬, মুসলিম শরিফ, হাদিস নং-২৬০৭, কিতাবুন নাওয়াজেল, খণ্ড-১৭, পৃষ্ঠা-১৫১।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।