লড়াই করতে চায় বাংলাদেশ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:১৬, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

লড়াই করতে চায় বাংলাদেশ

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৩
লড়াই করতে চায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। আগামীকাল চীনের হাংজুর উদ্দেশে রওনা হবেন সাবিনা-সানজিদারা। সেখানে তারা গ্রুপ পর্বে খেলবে ২০১১ বিশ্ব চ্যাম্পিয়ন জাপান ও শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে। তাদের বিপক্ষে খেলে নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের অবস্থানটাও দেখতে চাইছে বাংলাদেশ।

এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে বাংলাদেশে শক্তিশালী গ্রুপে পড়েছে। মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে এশিয়ায় সবার ওপরে থাকা জাপানকে সামলাতে হবে। পাশাপাশি গ্রুপে আছে ৩৪তম স্থানে থাকা ভিয়েতনাম ও ১০১ নম্বর র্যাঙ্কিংধারী নেপাল। আর বাংলাদেশের অবস্থান ১৪২ নম্বরে।

র্যাঙ্কিংয়ে সবার পেছনে থেকে ২২ সেপ্টেম্বর জাপান ম্যাচ দিয়ে এশিয়ান গেমস শুরু করবেন সাবিনারা। শক্তিতে দুই দলের অনেক বড় ব্যবধান থাকলেও অধিনায়ক সাবিনা সাধ্যমতো লড়াই করতে চাইছেন, ‘জাপান একবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল। এবারও বিশ্বকাপ খেলেছে। তাদের সঙ্গে আমরা জিতবো, এটা আশা করা সমীচীন হবে না। তবে অবশ্যই আমরা লড়াইয়ের চেষ্টা করবো।’

নারী বিশ্বকাপ খেলা আরেকটি দল ভিয়েতনামের বিপক্ষে সাধ্যমতো লড়াই করতে চায় বাংলাদেশ। তবে নেপালের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার অপেক্ষায়। সাবিনা তেমনই বলেছেন, ‘আমরা অন্তত নেপালকে হারাতে চাই। জাপান ও ভিয়েতনামের বিপক্ষে খেলার পর নেপালের সঙ্গে খেলবো। তাই একটা ভালো অভিজ্ঞতা থাকবে। আগামীতেও যেন গেমসে খেলতে পারি, তাই ইতিবাচক পারফরম্যান্স করে দেখাতে চাই। ’

বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু খেলোয়াড়ি ক্যারিয়ারে আগে এশিয়াডে খেলেছেন। এবার প্রথমবারের মতো মেয়েদের কোচ হয়ে যাচ্ছেন হাংজুতে। জাপানের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনটা সেভাবেই হয়েছে বলে জানালেন তিনি, ‘মহিলা ফুটবলে সিনিয়র দলই খেলে। তাই বিশ্বকাপ খেলা দলটিই অংশগ্রহণ করার কথা গেমসে। আমরা বল হারালে পাঁচ সেকেন্ডের মধ্যেই কেড়ে নিতে চাইবে, আমরা এটা ভেবেই অনুশীলন করেছি। আসলে আমরা হাংজুতে নিজেদের অবস্থানটাও দেখতে চাই, দল কেমন পারফরম্যান্স করতে পারে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।