কানাডা অফিস: ভারতে সম্প্রতি অনুষ্ঠিত জি-২০ বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিখ ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সমালোচনা করায় কানাডা সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের সঙ্গে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে কানাডা। গত শুক্রবার কোনো কারণ উল্লেখ না করেই এ ঘোষণা দেন দেশটির বাণিজ্যমন্ত্রী ম্যারি নাগের মুখপাত্র শান্তি কসেন্টিনো। আগামী অক্টোবরে ‘বাণিজ্য মিশন’ নামের এই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে সম্প্রতি অনুষ্ঠিত জি-২০ বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিখ ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সমালোচনা করায় কানাডা সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কানাডার বাণিজ্যমন্ত্রীর মুখপাত্র শান্তি কসেন্টিনো বলেন, ‘ভারতে আসন্ন বাণিজ্য আলোচনা স্থগিত করছি আমরা।’
গত মে মাসে কানাডার বাণিজ্যমন্ত্রী নাগ এবং ভারতের পীযূষ গোয়াল যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দেশ দুটি আশাবাদী। এ কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে বছরের শেষ নাগাদ উভয় পক্ষ ‘বাণিজ্য মিশনে’ বসত আগ্রহী। তবে শিখদের একটি ইস্যুতে কানাডা পক্ষ নেয়ায় উভয় দেশের সম্পর্কে এখন টানাপড়েন স্পষ্ট।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।