ঢাকাই নির্মাতার সিনেমায় জিতের পয়লা দর্শন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:৩৩, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঢাকাই নির্মাতার সিনেমায় জিতের পয়লা দর্শন

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৩
ঢাকাই নির্মাতার সিনেমায় জিতের পয়লা দর্শন

ডেস্ক রিপোর্ট: ঘোষণাটি এসেছিল প্রায় এক বছর আগে। টলিউড সুপারস্টার জিতের সিনেমা পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার। এর মাধ্যমে প্রথম কোন ঢাকাই নির্মাতা টলিউড প্রজেক্ট পরিচালনার দায়িত্ব পেলেন। ফলে খবরটি দুই বাংলাতেই বেশ সাড়া ফেলে।

কিন্তু ‘মানুষ’ নামের সেই ছবির কোনও পোস্টার, লুক কিংবা ঝলক এত দিন প্রকাশ করা হয়নি। অবশেষে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গণেশ চতুর্থী উপলক্ষে প্রকাশ্যে আনা হলো ফার্স্টলুক পোস্টার। যেখানে দেখা দিয়েছেন জিৎ।

পোস্টারে দেখা যাচ্ছে, চেইন খোলা জিনস জ্যাকেট পরে পিস্তল তাক করে আছেন জিৎ। তার চোখে-মুখে ক্ষিপ্রতা স্পষ্ট। সেই ক্ষোভ কি প্রতিশোধের? জবাব দিলেন জিৎ। বললেন, ‘এটা কোনও প্রতিশোধের গল্প নয়।’

ফার্স্টলুকের সঙ্গে ঘোষণা করা হয়েছে ‘মানুষ’ সিনেমার মুক্তির তারিখও। আগামী ২৪ নভেম্বর এটি মুক্তি পাবে বলে জানিয়েছেন ‘সাথী’ খ্যাত তারকা।
পোস্টারটি দেখে জিৎ ভক্তদের কেউ কেউ ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করছেন। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন বলেও জানাচ্ছেন। তবে কারও কারও মন ভরেনি। তাদের প্রত্যাশা আরেকটু বেশি ছিল বলে মন্তব্য করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।