ডেস্ক রিপোট: মসজিদে প্রবেশের সময় নামাজে বা অন্য কোনো ইবাদতে লিপ্ত নেই এমন কারও মুখোমুখি হলে অন্য কোনো মুসল্লির ইবাদতে ব্যাঘাত না করে নিম্নস্বরে সালাম দেওয়া যাবে। কিন্তু যদি মুসল্লিরা নিজ নিজ ইবাদতে মশগুল থাকেন, সেক্ষেত্রে সালাম দেওয়া থেকে বিরত থাকা কর্তব্য।
আর মসজিদে অন্যের ক্ষতি হয় এমন উঁচুস্বরে সালাম দেওয়া সঠিক নয়। ইমাম সাহেবদের দায়িত্ব হলো মানুষকে হিকমত ও প্রজ্ঞার সঙ্গে বিষয়টি বুঝিয়ে দেওয়া। সূত্র: ফাতাওয়া হিন্দিয়া : ৫/৩২৫; আল বাহরুর রায়েক : ৮/২০৭; রদ্দুল মুহতার : ১/৬১৬
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।