নেতৃত্ব পাওয়া গর্বের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:০১, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নেতৃত্ব পাওয়া গর্বের

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৩
নেতৃত্ব পাওয়া গর্বের

ডেস্ক রিপোর্ট: বয়সভিত্তিক ক্রিকেট থেকেই নাজমুল হোসেন শান্তর মধ্যে নেতৃত্বগুণ ছিল। ঘরোয়া ক্রিকেটে সেই সামর্থ্যও দেখিয়েছেন তিনি। এবার তার সামনে সুযোগ আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার। নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক এই টপ অর্ডার ব্যাটার। সিরিজ হারের মুখে দাঁড়িয়ে থাকা শান্তর কাছে এই দায়িত্ব চ্যালেঞ্জের চেয়ে গর্ব ও আনন্দের।

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে ছিলেন এশিয়া কাপে চোটে পড়া শান্ত। এই সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না খেলায় প্রথম দুই ম্যাচে অধিনায়কত্ব করেন লিটন দাস। শেষ ম্যাচে তিনিও বিশ্রামে থাকায় শান্তকে অধিনায়ক হিসেবে বেছে নেয় টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে মঙ্গলবার টস করতে নামবেন তিনি।

এমন দায়িত্বের সামনে রোমাঞ্চে বুঁদ হয়ে আছেন শান্ত, ‘আমার মনে হয় যে ক্রিকেট খেলোয়াড় হিসেবে এটা অনেক গর্বের ব্যাপার। আমার পরিবারের সদস্যের জন্যও অনেক গর্বের। কাজেই আলহামদুল্লিলাহ, ক্রিকেট বোর্ড এই সুযোগটা তৈরি করে দিয়েছেন, আমি খুবই রোমাঞ্চিত এবং ইনশাআল্লাহ কালকে উপভোগ করবো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।