নিউইয়র্কয়ে একটি মঞ্চনাটকের অসাধারণ গল্প - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:০০, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নিউইয়র্কয়ে একটি মঞ্চনাটকের অসাধারণ গল্প

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৩
নিউইয়র্কয়ে একটি মঞ্চনাটকের অসাধারণ গল্প

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মঞ্চস্থ হয়েছে নাটক ‘একটি চুরির গপ্পো’। সোমবার সন্ধ্যা সাতটায় নিউইয়র্কে জ্যামাইকা অ্যাভিনিউয়ের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে প্রদর্শিত হয় বাংলাদেশ থিয়েটার অব আমেরিকা (বিটিএ) প্রযোজিত নাটকটি। এটি বিটিএর ৩৭তম প্রযোজনা।
দারিও ফো মূল গল্প থেকে ‘একটি চুরির গপ্পো’ রূপান্তর করেছেন আনিকা মাহিন। নির্দেশনা দিয়েছেন রোকেয়া বেবী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর চঞ্চল, স্বপ্না কাওসার, ফজলুল কবীর, শারমীন ইভা, রোকেয়া বেবী ও ফারুক আজম। নাটকটির আবহ সংগীত পরিচালনা করেছেন শামীম মামুন ও জেফ হোসেন। প্রধান সমন্বয়কারী ফজলুল কবীর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।