পৃথিবীর কক্ষপথে ইরানের সামরিক উপগ্রহ নুর-৩ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:২৪, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পৃথিবীর কক্ষপথে ইরানের সামরিক উপগ্রহ নুর-৩

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৩
পৃথিবীর কক্ষপথে ইরানের সামরিক উপগ্রহ নুর-৩

মধ্যপ্রাচ্য ডেস্ক : পৃথিবীর কক্ষপথে সফলভাবে তৃতীয় সামরিক উপগ্রহ নুর-৩ স্থাপন করা হয়েছে বলে দাবি করেছে ইরান। বুধবার (২৭ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ইসা জারেপুরের উদ্ধৃতির বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।।

ইশা জারেপুর টুইটারে এক পোস্টে বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিস’র অ্যারেস্পেসের বিশেষজ্ঞদের প্রচেষ্টায় কিছুক্ষণ আগে (বুধবার সকালে) নুর-৩ স্যাটেলাইট সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে। আমি ইরানের জনগণকে বিশেষ করে দেশের মহাকাশ গবেষণা শিল্পে জড়িত সবাইকে এবং আইআরজিসি’র বিশেষজ্ঞদের অভিনন্দন জানাচ্ছি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশন কাসেদ রকেটের সাহায্যে এই উপগ্রহ মহাকাশে পাঠায় এবং ভূপৃষ্ঠের ৪৫০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়। এর আগে ২০২২ সালে এই উপগ্রহের আগের সংস্করণ নুর-২ উৎক্ষেপণ করা হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।