নিউজ ডেস্ক: দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চার দলের টুর্নামেন্টে আজ তারা ৭ উইকেটে হারিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে। দলের জয়ে ওপেনার আশিকুর রহমান শিবলি রেখেছেন দারুণ অবদান। ফর্ম হারিয়ে বেশ কিছু ম্যাচে ধুঁকছিলেন আশিক। আজ খেলেছেন ১৩৫ রানের অসাধারণ এক ইনিংস।
নিজের শেষ ৭ ওয়ানডে ম্যাচের পাঁচটিতে দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি আশিক। তিন ম্যাচে রানের খাতা খোলা হয়নি তাঁর। ভারতের মুলাপদু দেবেনি ভেঙ্কটা রমনা প্রণীথা গ্রাউন্ডে সবকিছু যেন একসঙ্গে পুষিয়ে দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর সঙ্গে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান খেলেছেন ৮৫ রানের দারুণ এক ইনিংস।
একটি করে সেঞ্চুরি ও ফিফটির সৌজন্যে ৩৭ বল হাতে রেখেই ভারতের যুবাদের দেওয়া ২৪৪ রানের লক্ষ্য তাড়া করে আহরার আমিনের দল। চতুর্থ ওভারেই বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে। ১৮ রানে আউট হন ওপেনার জিসান আলম (১১)। দ্বিতীয় উইকেটে আশিক ও রিজওয়ান গড়েছেন ২০২ রানের দারুণ এক জুটি। দলের ২০২ রানে আশিক যখন ফেরেন, তখন দলের শুধু জয়টা বাকি।
১৩১ বলে ১৩৫ করেছেন আশিক। ইনিংসে ছিল ১২টি চার ও ৫টি ছক্কা। চার নম্বরে নেমে রানের খাতা খোলার আগেই ফিরেছেন আরিফুল ইসলাম। পরে রিজওয়ানকে নিয়ে জয় নিশ্চিত করেন অধিনায়ক আহরার (৭)। ৮৫ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি। ৪৩.৫ ওভারেই ২৪৪ রান করে বাংলাদেশ যুবারা।
টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও রুদ্র প্যাটেল ১২২ রানের ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন ভারতকে। এরপরই খেই হারায় স্বাগতিকদের ব্যাটিং অর্ডার। ২০ তম ওভারে রুদ্রকে (৬৪) ফিরিয়ে বাঁহাতি স্পিনার পারভেজ রহমান জীবন এনে দেন ব্রেক থ্রু।
পরে সূর্যবংশী ৭৫ ও অংশ গোসাইয়ের ব্যাট থেকে আসে ৪২ রান। যার কল্যাণে ৪৭.৩ ওভারে ২৪৩ রান তোলে ভারত। বাংলাদেশের বোলারদের মধ্যে ইকবাল হোসেন ইমন ৩টি, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকী নিয়েছেন ২টি উইকেট।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।