ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের পিচকে আইসিসির বাজে রেটিং

Daily Ajker Sylhet

newsup

০৮ ডিসে ২০২৩, ০৮:২৬ পূর্বাহ্ণ


ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের পিচকে আইসিসির বাজে রেটিং

স্পোর্টস ডেস্ক:

ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল শেষ হওয়ার পর প্রায় ৩ সপ্তাহ হতে চলেছে। টানা ১০ ম্যাচ জেতার পর ভারত হেরে গেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে। ৬ উইকেটে হেরে আরও একবার আইসিসি ইভেন্টের শিরোপার কাছাকাছি গিয়েও জেতা হলো না ভারতের। এই ম্যাচের পিচ নিয়ে আলোচনা চলছিল নিয়মিত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এই ফাইনালের পিচকে ভালো মনে করেনি।
ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল শেষ হওয়ার পর প্রায় ৩ সপ্তাহ হতে চলেছে। টানা ১০ ম্যাচ জেতার পর ভারত হেরে গেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে। ৬ উইকেটে হেরে আরও একবার আইসিসি ইভেন্টের শিরোপার কাছাকাছি গিয়েও জেতা হলো না ভারতের। এই ম্যাচের পিচ নিয়ে আলোচনা চলছিল নিয়মিত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এই ফাইনালের পিচকে ভালো মনে করেনি।
১৯ নভেম্বর ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ হয়েছে আহমেদাবাদের ৫ নম্বর পিচে। যে পিচে গত ১৪ অক্টোবর হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ১০ ওভারে ২ উইকেটে ৮০ রান তুললেও ভারত অলআউট হয়েছে ২৪০ রানে। অস্ট্রেলিয়া রান তাড়া করতে নেমে শুরুতে ধুঁকলেও ৭ ওভার আগে ৬ উইকেটে ম্যাচ জিতে গিয়েছিল। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই মাঠের পিচকে গড়পড়তা আখ্যা দিয়েছেন। তবে এই মাঠের আউটফিল্ডকে অনেক ভালো রেটিং দিয়েছেন। ফাইনালের আগের দিন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স পিচের প্রমাণ নিজের ফোনে রেখে দিয়েছিলেন।
এছাড়া লিগ পর্বে ভারতের আরও চার ম্যাচের পিচকে গড়পড়তা রেটিং দিয়েছে আইসিসি। অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা-এই চার দলের বিপক্ষে গ্রুপ পর্বে ভারত খেলেছে চেন্নাই, আহমেদাবাদ, লক্ষ্ণৌ ও কলকাতায়। এই চার ভেন্যুর পিচ আইসিসির গড়পড়তা রেটিংয়ের আওতায় পড়েছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা-এই চার দলের বিপক্ষে ভারত জিতেছিল ৬ উইকেটে, ৭ উইকেটে, ১০০ রানে ও ২৪৩ রানে। তবে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ের পিচ ভালো রেটিং পেয়েছে। এই ম্যাচে হয়েছিল ৭২৪ রান, উইকেট পড়েছে ১৪ টি। ভারত প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ৩৯৭ রান করেছিল। এরপর রান তাড়া করতে নেমে ৩২৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের পিচ ও আউটফিল্ডকে ভিন্ন রেটিং দিয়েছে আইসিসি। পিচকে দেওয়া হয়েছে গড়পড়তা রেটিং আর আউটফিল্ডকে অনেক ভালো রেটিং দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ম্যাচ জিতেছিল ১৬ বল হাতে রেখে।

bnusbd/এনএস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।