ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল ক্লাব ইউকে এর এ্যানুয়াল অ্যাওয়ার্ড গিভিং সিরোমনি সম্পন্ন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:১১, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল ক্লাব ইউকে এর এ্যানুয়াল অ্যাওয়ার্ড গিভিং সিরোমনি সম্পন্ন

newsuk
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৪
ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল ক্লাব ইউকে এর এ্যানুয়াল অ্যাওয়ার্ড গিভিং সিরোমনি সম্পন্ন

 

মির্জা আবুল কাসেম, লন্ডন থেকে :

যুক্তরাজ্যের পূর্বলন্ডনে ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল ক্লাব ইউকে এর এ্যানুয়াল অ্যাওয়ার্ড গিভিং সিরোমনি ও গালা ডিনার ২০২৩ ইং সম্পন্ন হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল ক্লাব ইউকের আয়োজনে এই বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন – তরুন ফুটবলার ইমরান উদ্দিন ।

কমিউনিটি এক্টিভিস্ট, তরুন ফুটবলার ইমরান মাহমুদের উপস্থাপনায় এ্যানুয়াল অ্যাওয়ার্ড গিভিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর জাহেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লন্ডনের এসপায়ার পার্টির চেয়ার, কমিউনিটি এক্টিভিস্ট, সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান ও কমিউনিটি এক্টিভিস্ট, ফুটবলার তৌসির আহমদ।

এ অনুষ্ঠানে বিভিন্ন ফুটবল ক্লাবের তরুণ ফুটবলার ও ক্রীড়াবিদদের মধ্যে বক্তব্য রাখেন- আব্দুল মালিক, ইকবাল হোসেন, রুহিত খান, রাহাত কাদির, জুবায়ের আহমদ, উসমা মিয়া, রাজ্জাক হোসেইন, আবু তাহের, মারুফ আহমদ ও কায়েস আহমদ প্রমুখ।

এ্যানুয়াল অ্যাওয়ার্ড উইনার্স হিসেবে ফ্রেন্ড ইউনাইটেড ফুটবল লীগ ওয়ান ২০২৩ইং এ অতিথিদের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রপি গ্রহণ করেন স্টেপনী এথলেটিক্স এফসি।
রানার্স আপ ট্রপি গ্রহণ করেন দানিয়া টাইগার্স।

ইউনাইটেড ফুটবল লীগ টু ২০২৩ইং এ চ্যাম্পিয়ন ট্রপি গ্রহণ করেন স্টেপনী এথলেটিক্স এফসি। রানার্স আপ ট্রপি গ্রহণ করেন উসমান কিংনস।

ডিপিএল সিজন ৪ চ্যাম্পিয়ন হয়েছে দানিয়া টাইগারস।

রানার আপ হয়েছে দানিয়া সুপার স্টার।
একই অনুষ্ঠানে নিউ ইয়ার কাপ ২০২৪ চ্যাম্পিয়ন ট্রপি গ্রহণ করেন দানিয়া চ্যালেন্জার্স ।
ডিপিএল সিজন -৪ ( ফেয়ার প্লে) দানিয়া লায়ন্স।
ফেয়ার প্লেয়ার অব দ্যা ইয়ার ২০২৩ হন তরুন ফুটবলার রুহেল মিয়া ।

বেস্ট প্রমিজিং প্লেয়ার অব দ্যা ইয়ার ২০২৩ইং হন বান্না খান।
বেস্ট ম্যানেজমেন্ট অব দ্যা ইয়ার ২০২৩ ইং হন ইমরান উদ্দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।