গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা বাড়ছে ৪ গুণ

Daily Ajker Sylhet

editorbd

১১ ফেব্রু ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ণ


গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা বাড়ছে ৪ গুণ

ডেস্ক রিপোর্ট: এতদিন গ্রাম আদালতের জরিমানা করার ক্ষমতা ছিল ৭৫ হাজার
টাকা। সেটি বাড়িয়ে তিন লাখ টাকা করতে যাচ্ছে সরকার।

রবিবার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে গ্রাম আদালত
সংশোধন আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে বিকাল সাড়ে ৩টায় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সচিবালয়ে এক
ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘এখন থেকে দুইপক্ষের চার জনের উপস্থিতিতে গ্রাম আদালতের সভাপতি
সিদ্ধান্ত নিতে পারবেন। আগে এটা পরিষ্কার ছিল না। মন্ত্রিপরিষদ সচিব আরও
বলেন, ‘গত বছর এই আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। কিন্তু
এটি সংসদে উপস্থাপন না হওয়ায় এবং নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ায় নতুন
মন্ত্রিসভা থেকে অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। মন্ত্রিসভা এটিকে চূড়ান্ত
অনুমোদন করে দিয়েছে।’

এর আগে এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।