কানাডার ভোটে আমরা নাক গলাই না: দাবি ভারতের

Daily Ajker Sylhet

editorbd

১১ ফেব্রু ২০২৪, ০৬:০৯ অপরাহ্ণ


কানাডার ভোটে আমরা নাক গলাই না: দাবি ভারতের

কানাডা অফিস: অন্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ
করা ভারত সরকারের নীতি নয়। প্রকৃতপক্ষে, একেবারে বিপরীতে,
কানাডাই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র।
কানাডার নির্বাচনে ভারতীয় হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দিয়ে
ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, অন্য দেশের গণতান্ত্রিক
প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা সরকারের নীতি নয়। বিদেশমন্ত্রকের
মুখপাত্র রণধীর জয়সওয়াল জোর দিয়ে বলেছেন যে কানাডাই
ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
আউটলেট গ্লোবাল নিউজ সম্প্রতি ভারতকে উদ্বেগ হিসাবে
উল্লেখ করে একটি গোপন নথি উদ্ধৃত করেছে। কানাডিয়ান
সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (সিএসআইএস) দ্বারা প্রস্তুত
করা নোটে বলা হয়েছে, ভারত এফআই (বিদেশী হস্তক্ষেপ)
কার্যকলাপে জড়িত।

সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, আমরা মিডিয়া
রিপোর্ট দেখেছি, কানাডিয়ান কমিশন বিদেশী হস্তক্ষেপের বিষয়ে
তদন্ত করেছে। কানাডার নির্বাচনে ভারতীয় হস্তক্ষেপের এ
ধরনের ভিত্তিহীন অভিযোগ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

অন্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা ভারত
সরকারের নীতি নয়। প্রকৃতপক্ষে, একেবারে বিপরীতে, কানাডাই

আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, মুখপাত্র বলেন,
ভারত ধারাবাহিকভাবে কানাডিয়ান কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি
উত্থাপন করেছে এবং তাদের ভারতের উদ্বেগগুলি কার্যকরভাবে
সমাধান করার আহ্বান জানিয়েছে।

বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, বিশেষ
করে কানাডার মাটিতে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং
নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে নয়াদিল্লির বিরুদ্ধে অপ্রমাণিত
অভিযোগের মধ্যে বিদেশ মন্ত্রকের মুখপাত্রের এই বিবৃতি এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।