অশ্লিল বিলবোর্ড অপসারণের দাবীতে সিসিক মেয়র বরাবরে আবেদন
২৪ ফেব্রু ২০২৪, ১১:০৬ অপরাহ্ণ

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা, মাজার, কবরস্থান, মাদরাসা, মসজিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন সংলগ্ন স্থানে সাঁটানো বিভিন্ন অশ্লিল ছবি, বিলবোর্ড প্রভৃতি অপসারণের দাবী জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামন চৌধুরীর কাছে আবেদন জানিয়েছেন হযরত শাহজালাল (রহ:) সহ ৩৬০ আউলিয়া স্মৃতি রক্ষা পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।
গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মেয়র বরাবরে দাখিলকৃত লিখিত আবেদনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত সিলেট। মহানগরীর সৌন্দর্য, পরিবেশ ও মর্যাদা রক্ষা করার দায়িত্ব সকলের। কিন্তু নগরীর বিভিন্ন মসজিদ, মাদরাসা, মাজার, কবরস্থান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপনার পাশে বিলবোর্ডের নামে অশ্লিল ভঙ্গিমায় নারীর ছবি সাঁটানো হয়েছে। তা ধর্মীয় অনুভুতিতে আঘাতের সামিল। একজন মন্ত্রী সিলেট সফরে এসে অশ্লিল ছবি দেখে দৃঢ় কণ্ঠে বলেন, এগুলো একটি অপরাধ বটে। অশ্লিল ছবি দেখে গাড়ির চালকরা দুর্ঘটনা ঘটায়। তরুণ যুবকরা অশ্লিষ্ট ছবি দেখে অপকর্ম করে। বিগত দিনে সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এসব অশ্লিল বিলবোর্ড অপসারণের জন্য কঠোর ব্যবস্থ নিয়ে ছিলেন। সেজন্য আধ্যাত্মিক রাজধানী সিলেটের সুনাম অক্ষুন্ন রাখতে সব ধরনের অশ্লিল বিলবোর্ড অপসারণের দাবী জানানো হয়েছে। এছাড়াও আসন্ন রমজান মাসে পবিত্রতা রক্ষায় প্রকাশ্যে সবধরনের পানাহারশালা, অপবিত্রতা, চুরি, ছিনতাই, পকেট মার, অপহরণ, পতিতা বৃত্তি এবং জোয়ার মত অপরাধ কর্মকান্ড আইনানুগ ভাবে কঠোর হস্তে দমন করতে জোর দাবী জানানো হয়েছে।
আবেদনে স্বাক্ষর করেন হযরত শাহজালাল (রহ:) সহ ৩৬০ আউলিয়া স্মৃতি রক্ষা পরিষদ সিলেটের সভাপতি মোঃ আব্দুল লতীফ সরকার, সাধারণ সম্পাদক মোঃ কয়ছর আহমদ, সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু।