বাড়ছে গুঞ্জন

Daily Ajker Sylhet

editorbd

২৭ ফেব্রু ২০২৪, ০২:২৯ অপরাহ্ণ


বাড়ছে গুঞ্জন

লন্ডন অফিস: অসুস্থতার জন্য গত মাসে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল ব্রিটিশ রাজা চার্লসের জ্যেষ্ঠপুত্র যুবরাজ উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনকে। বাকিংহাম রাজপ্রাসাদ সূত্রে জানানো হয়েছিল, কেটের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে। তার জন্য তাকে আপাতত ১৪ দিনের জন্য হাসপাতালে থাকতে হবে। খবর সামা টিভির। তবে ঠিক কী কারণে কেটের অস্ত্রোপাচার করা হয়েছিল সে বিষয়ে তখন স্পষ্ট করে কিছু জানানো হয়নি। চিকিৎসকেরা শুধু বলেছিলেন, কেটের সফল অস্ত্রোপাচার হয়েছে এবং তাকে অন্তত ১০ দিনের জন্য পর্যবেক্ষণে রাখতে হতে পারে। কেটের ঠিক কী হয়েছিল অথবা কেনই বা এই অস্ত্রোপচার, তা ঘিরে সেসময় তৈরি হয়েছিল রহস্য। অস্ত্রোপাচারের খবরের পর থেকে এখনো পর্যন্ত কেট মিডলটনের স্বাস্থ্যের বিষয়ে দীর্ঘ নীরবতা বজায় রেখেছে ব্রিটিশ রাজপ্রাসাদ। বাকিংহাম প্যালেস থেকে তার স্বাস্থ্য নিয়ে আপডেটের অনুপস্থিতি চলমান বিভিন্ন গুজবকে উস্কে দিয়েছে। কেটকে নিয়ে তার ভক্তদের মধ্যে বাড়ছে আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে একজন লিখেছেন, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার স্বাস্থ্য সংকটের সময় নিয়মিত তথ্য দিয়ে রাজকীয় প্রটোকল বজায় রেখেছিলেন। কিন্তু ক্যাথরিনের স্বাস্থ্যকে ঘিরে নীরবতা চলমান অবস্থাকে আরও উদ্বেগজনক করে তোলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।