সুপ্রীম কোর্ট বার নির্বাচন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:০৫, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সুপ্রীম কোর্ট বার নির্বাচন

newsup
প্রকাশিত মার্চ ৮, ২০২৪
সুপ্রীম কোর্ট বার নির্বাচন

ডেস্ক নিউজঃ শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর গণনাকালে আওয়ামী লীগ বনাম যুবলীগ তান্ডবে আবার সুপ্রীম কোর্ট বার কলংকিত হয়েছে।

পুনরায় সুপ্রীম কোর্টের আইনজীবীদের মর্যাদা ও সম্মান ভুলুন্ঠিত হয়েছে।গত ২ বছরের পদাংক অনুসরণ করে ভিন্ন কায়দায় আওয়ামী লীগ বনাম যুবলীগের তান্ডবে গণনা ছিনিয়ে নিয়ে সর্বোচ্চ আদালতের আইনজীবীদের ম্যান্ডেট পদদলিত করা হয়েছে।

৭৯০৯ ভোটের মধ্যে ৫৩৪৬ কাষ্টের পর বৃহস্পতি বিকেলে ভোট গ্রহণ বন্ধ হয়। রাত ১টায় সর্টিংকালে একই ভাঁজে একাধিক ব্যালট থাকায় দেখা যায় প্রায় ২০০ ভোট বেশী কাষ্ট হয়েছে।এ ঘটনায় বংগবন্ধু আওয়ামী পরিষদের মনোনয়ন বঞ্চিত,যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথী প্রতিবাদ করলে ঘটনার সূত্রপাত।ভোর ৬টার দিকে বহিরাগতরা যুথীর নামে শ্লোগান দিয়ে জোরপূর্বক গণনাস্হলে ঢুকে সম্পাদক পদে আওয়ামী প্রার্থী শাহ মন্জুরুল হককে হেনস্তার পাশাপাশি অতিউৎসাহী এএজি সাইফসহ কয়েকজনকে আহত করে।পরে পুলিশ এসে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে যায়।বিএনপি সমর্থকরা পরে সন্ত্রাস বিরোধী মিছিল করে নীল প্যানেলকে বিজয়ী ঘোষণা করে।

গণনা ভন্ডুল করায় এড আবেদ রাজাসহ আইনজীবীরা তীব্র নিন্দা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।