স্টাফ রিপোর্ট : যুক্তরাষ্ট্র -যুক্তরাজ্য ও কানাডা থেকে যৌথভাবে প্রকাশিত প্রবাসের প্রথম পূর্ণাংগ অনলাইন পোর্টাল বাংলানিউজইউএসডটকম, নিউইয়রক ও টরোন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ইপেপার সুসময় ও মাসিক মদিনা ইউএসএ সম্পাদক ও প্রকাশক, দৈনিক ইনকিলাবের যুক্তরাষট্র প্রতিনিধি রোটারিয়ান মাহফুজুর রহমান মাহফুজ আদনান মিশিগানে সথায়ী ভাবে অবসথান করছেন । নিউইয়রকের লাগোরডিয়া এয়ারপোরট থেকে গত ২ মার্চ সন্ধ্যায় ডেলটা এয়ারবাসে তিনি সপরিবারে মিশিগানের ডেট্রয়েট এয়ারপোরটে আসেন । গত ১০ বছর নিউইয়রকের বিভিন্ন মিডিযা, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষঠানের সাথে জড়িত আদনান মিশিগানে জীবনের বাকিটা সময় কাটাবেন বলে স্ত্রী সন্তান নিয়ে এসেছেন । উল্লেখ্য ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহফুজ আদনান গত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌলভীবাজার ২ আসনে প্রচার প্রচারণা করেছিলেন । পরে তিনি ও তার সংগঠন মাহফুজ আদনান সমর্থক জোট বাংলাদেশ আওয়ীলীগের সাংগঠনিক সম্পাদক ও হযরত বিশকুটি রহ. এর দৌহিত্র শফিউল আলম চৌধুরী নাদেল কে সমর্থন দিয়ে সরে দাঁড়ান । মাহফুজ আদনান মিশিগানের বাংলাদেশী কমিউনিটির কাছে তার নিজের ও পরিবারের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।