ঈদে গরিবের পাশে দাঁড়ান, আনন্দ ভাগাভাগি করুন: চেয়ারম্যান আশফাক আহমদ

Daily Ajker Sylhet

newsup

০১ এপ্রি ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ণ


ঈদে গরিবের পাশে দাঁড়ান, আনন্দ ভাগাভাগি করুন: চেয়ারম্যান আশফাক আহমদ

শরীফ গাজী-সিলেট প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে ব্যক্তিগত পরিবারের উদ্যোগে ৮নং ওয়ার্ডবাসীর জন্য প্রায় দের হাজার শাড়ী-লুঙ্গী মানুষকে ঈদ উপহার বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছুর রহমান ইলিয়াস। আজ রবিবার (৩১ শে মার্চ) দুপুরে পাঠানটুলা কুচারপাড়ারস্থ নিজ বাসায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছুর রহমান ইলিয়াস এর সভাপতিত্বে

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও সদর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ বলেন,ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য; আপন জনের সঙ্গে ঈদ উদযাপনে জন্য মুখিয়ে আছে সবাই।  তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।  আসুন আমরা সবাই ইলিয়াসের মতো ঈদের আনন্দকে কাছের মানুষ এবং সমাজের দরিদ্র ও দুস্থ মানুষদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য সে ঈদ উপহার বিতরণ করছে পাশাপাশি  সবার প্রতি আহ্বান । তিনি বলেন, ‘ঈদ মানেই আনন্দ। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সব গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর।  তিনি  ‘আরোও বলেন,এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর এসেছে। ঈদ-উল-ফিতর আমাদের মধ্যে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি।’

এসময়ে উপস্থিত ছিলেন- মোহনা সমাজ কল্যাণ সংস্থা সভাপতি মাছুম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ আহমদ,  বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম নুর, নুরুল ইসলাম সাহেদ (সাদু), গাজী সাজুসহ বিভিন্ন এলাকার মুরব্বীগণ উপস্থিত ছিলেন প্রমুখ।  

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।