লন্ডন থেকে আবুল কাসেম : গত ২৯ এপ্রিল সোমবার বিকেল ৪ ঘটিকায় বেথনালগ্রীনে এক নির্বাচনি প্রচারনায় আসেন লন্ডন মেয়র প্রার্থী সাদিক খাঁন ।
সাদিক খাঁন লেবার পার্টির পক্ষ থেকে আবারও লন্ডন মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছেন। তার সাথে সে সময় আরো উপস্তিত ছিলেন জিএলএ মেম্বার প্রার্থী উন্মেশ দেশাই।
টাওয়ার হ্যামলেট্স লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলামের নেতৃত্বে বর্তমান ও সাবেক কাউন্সিলর বৃন্দ ছাড়াও উপস্তিত ছিলেন টাওয়ার হ্যামলেট্স এর সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস ও সাবেক স্পীকার আহবাব হোসেন।
বেথনালগ্রীন ও স্টেপনী সিএলপি চেয়ার আমিনা আলী,লেবার পার্টির বিভিন্ন ওয়ার্ড কমিটির চেয়ার সেক্রেটারি সহ নেতৃবৃন্দরা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।