টানা তিন জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিকান্দার রাজার দলকে ৯ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ব্যাট হাতে হৃদয়–জাকের আলিদের পর বোলিংয়ে রিশাদ–সাইফউদ্দিনরা টাইগারদের জয় নিশ্চিত করেছেন। ব্যাটিং নিয়ে সন্তুষ্ট হলেও, বোলিংয়ে কিছুটা আক্ষেপ ঝরেছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র কণ্ঠে।
নিউজ ডেস্ক: চলতি সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ ৫ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন তাওহীদ হৃদয়, এছাড়া জাকের আলি অনিক করেন ৪৪ রান। ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে থাকে জিম্বাবুয়ের ব্যাটাররা। ওপেনার মারুমানি করেন ৩১ রান।
শেষদিকে জনাথন ক্যাম্পবেলের ২১ এবং ফারাজ আকরামের ৩৪ রানের বদৌলতে কেবল হারের ব্যবধান কমায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন নেন ২ উইকেট।
সিরিজ জয়ের পর অফিসিয়াল ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সবাই যেভাবে পারফর্ম করেছে তাতে খুশি। তারা সবাই নিজেদের প্রমাণ করেছে, বিশেষ করে হৃদয় এবং জাকের আলি।’
বোলিংয়ে শেষদিকে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি বলেও আক্ষেপ করেছেন শান্ত, ‘আমাদের প্রয়োজন ছিল পরিকল্পনা বাস্তবায়ন করার, তবে শেষ ৫ ওভারে আমরা ভালো বোলিং করতে পারিনি। আমাদের এই জায়গায় উন্নতি করতে হবে। পরের ম্যাচে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব।’
চট্টগ্রাম পর্ব শেষ, এবার বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ গড়াবে মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে। আগামী ১০ ও ১২ মে শেষ দুটি টি-টোয়েন্টি মুখোমুখি হবে দু’দল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে টাইগাররা দেশটিতে উড়াল দেবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।