নিউজ ডেস্ক: গত সোমবার দক্ষিণাঞ্চলের শহর জর্জে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে। ওই সময় ভবনটিতে ৮১ জন ব্যক্তি কাজ করছিলেন।
প্রাদেশিক গভর্নর অ্যালান উইন্ডে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “এটি একটি অলৌকিক ঘটনা যেটির প্রত্যাশা আমরা সবাই করছিলাম।”
ভবনটিতে চালানো উদ্ধার অভিযানের প্রধান কর্মকর্তা কলিন ডেইনার সাংবাদিকদের বলেছেন, “যখন একটি স্লাব সরানোর পর সেটির নিচে আমরা যাই, তখন একজনের চিৎকার শুনতে পাই। এরপর সঙ্গে সঙ্গে সব ধরনের ভারী কাজ বন্ধ করে দেই আমরা।”
তিনি আরও বলেছেন, “উদ্ধারকারীরা তখন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং সে জবাব দেয়। সে আমাদের ইঙ্গিত দেয় তার পা আটকে আছে। এত লম্বা সময় পার হয়ে যাওয়ায় আমরা এ নিয়ে চিন্তিত হয়ে পড়ি। কিন্তু কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান শেষে আমরা তাকে উদ্ধার করি এবং হাসপাতালে নিয়ে যাই।”
ভবনটি ধসে পড়ার পর সেখান থেকে এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩৯ জন।
গত জুলাইয়ে ৪২ ইউনিটের এই ভবনটি নির্মাণের অনুমতি দেওয়া হয়। নির্মাণ কাজ চলার সময় কিভাবে এটি ধসে পড়ল এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।