সিলেটে ৪ দিন ধরে নিখোঁজ আব্দুর রহমান নামে এক যুবক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৩১, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সিলেটে ৪ দিন ধরে নিখোঁজ আব্দুর রহমান নামে এক যুবক

newsup
প্রকাশিত মে ১৬, ২০২৪

ডেস্ক নিউজ :: সিলেটে এক যুবক আব্দুর রহমান (২০) গত চাঁরদিন ধরে নিখোঁজ। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছে পরিবার।
গত ১৩ মে নহরীর শাহী ঈদগাহস্থ হতে বিয়ানীবাজার নিজ বাড়ীতে উদ্দেশে রওনা হন আব্দুর রহমান।

সিলেট শাহী ঈদগাহস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, সিলেটে আসে। পরবর্তীতে গত ১৩/০৫/২০২৪ইং তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় বিয়ানীবাজারস্থ বাড়ীতে যাবে বলিয়া হাসপাতাল হইতে বাহির হইয়া যায়, বাড়ীতে না আসায় ব্যবহৃত মোবাইল নম্বর ০১৬১৮-৪৫৯৮৪৫, ০১৮৩২-৫০৫১৪৯ তে একাধিবার ফোন করিলে মোবাইল ফোন রিসিভ করে না, পরের দিন সকাল হইতে তাহার মোবাইল সংযোগ বন্ধ পাওয়া যায়,১৩ মে পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ যুবক এর পিতা আলী নূর, গ্রাম- খসির নামনগর, পোঃ বৈরাগীবাজার, থানা- বিয়ানীবাজার, জেলা-সিলেট।

অভিযোগ সূত্রে জানা গেছে, আমি জাহানারা বেগম( ৩৯) এই মর্মে নিখোঁজ সাধারন ডাবেরী করার আবেদন করিতেছি যে, বিগত ১৩/০৫/২০২৪ইং তারিখ রাতে আমার ছেলে আব্দুর রহমান (২০) আমার অসুস্থ স্বামীকে নিয়া শাহী ঈদগাহস্ত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, সিলেটে আসে। ডাক্তার আমার স্বামীকে ভর্তি প্রদান করায়, আমার স্বামীকে দেখাশোনা করার জন্য আমার ছেলে হাসপাতালে অবস্থান করে। পরবর্তীতে গত ১৩/০২/২০২৪ইং তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় আমার ছেলে বিয়ানীবাজারস্থ বাড়ীতে মাবে বদিয়া হাসপাতাল হইতে বাহির হইয়া যায়। পর আমি আমার ছেলের মোবাইল ফোনে কথা বলি সে কুদরত উল্লাহ জানে মসজিদ মার্কেট ও সামনে আছে বলে আনায়। তার পর থেকে আমার ছেলের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই। পরবর্তীতে অনেক রাত হবে বাওয়ার পরও আমার ছেলে আমাদের বাড়ীতে না যাওয়ায় আমরা তাহার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৬১৮-৪২৯৮৪৫, ০১৮৩২-২০২১৪১ তে একাধিবার ফোন করিলে মোবাইল ফোন রিসিভ করে না। পরের দিন সকাল হইতে তাহার মোবাইল সংযোগ বন্ধ পাওয়া যায়। আমরা সকল স্থানসহ আমাদের আত্মীয় স্বজনদের বাসা বাড়ীতে খোঁজাখুজি করিয়া এখনো পর্যন্ত আমার ছেলের কোন সন্ধান না পাওয়ায় খানায় নিখোঁজ সাধারন ডায়েরী করা হয়।

এ ঘটনায় জাহানারা বেগম সিলেট কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছি বলে জানান তিনি।

কোতোয়ালী মডেল থানার ওসি বলেন, ঘটনাটি সিলেট । নিখোঁজ ব্যক্তির বাড়ি বিয়ানীবাজার থানা এলাকায়, অভিযোগটি গ্রহণ করেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।