ডেস্ক রিপোর্ট: লাইবেরিয়ার পতাকাবাহী এমভি ব্যাসিলিস্ক নামের একটি কার্গো জাহাজ ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা। ডেইলি সোমালিয়া নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জাহাজটি নেদারল্যান্ডসের রটারড্যাম থেকে দুবাইয়ের জাবাল আল আলি বন্দরে যাচ্ছিল। তবে কেপ ভার্দের পোর্টো গ্রান্ডে যাত্রাবিরতি করে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও) জাহাজ ছিনতাই হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানায়, বৃহস্পতিবার (২৩ মে) সোমালিয়ার রাজধানী মোগাদিসুর পূর্বে লোয়ার সাবেলে অঞ্চলের মার্কা জেলার ৪২০ নাটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বের উপকূলে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সুত্র:এফএনএস ডটকম
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।