ঘুর্ণিঝড় রেমালে প্রভাবে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:৪৪, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ঘুর্ণিঝড় রেমালে প্রভাবে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

editorbd
প্রকাশিত মে ২৭, ২০২৪
ঘুর্ণিঝড় রেমালে প্রভাবে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ডেস্ক রিপোর্ট: ঘুর্ণিঝড় রেমালে প্রভাবে নোয়াখালীর সেনবাগে বৃষ্ঠি ও বেরী আবহাওয়ার কারণে বহু গাছপালা উপড়ে পড়েছে এবং অনেক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা ভেঙ্গে বৈদ্যুতিক খুটির পড়ার কারণে সোমবার ভোর থেকে সন্ধ্যায় এরিপোট লেখা সেনবাগের সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে পুরো সেনবাগ ও আসপাশের এলাকায় অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। এবিষয়ে সেনবাগ উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানাজার (ডিজিএম) মিনারুল ইসলাম এক খুদে বার্তায় জানায় বিদ্যুত না থাকায় মোবাইল নেটওয়ার্ক কাজ না করছেনা তাই সেনবাগের কোন কোন জাযগায় বিদ্যুতের খুটির ওপর গাছ এবং ডালপালা পড়ে রয়েছে তা গ্রাহক থেকে জানা যাচ্ছে। তাই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে সেনবাগে কোন বড় ধরণের ক্ষযক্ষতি হয়েছে কিনা তা জানতে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি জানান তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরী মিটিংয়ে রয়েছে। এ সময় ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাবইলে তিনি জানান, সেনবাগে বহু গাছপালা ও কাচাঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেন। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরুপন করা সম্বভ হয়নি। ইউপির চেয়ারম্যাদের মাধ্যমে ক্ষয়িক্ষতি পরিমান জানান চেষ্টা করা হচ্ছ।

সুত্র:এফএনএস ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।