ডেস্ক রিপোর্ট: এআইয়ের ছোঁয়া এখন সব জায়গাতেই। শিক্ষা, বিনোদন, প্রযুক্তি তো বটেই চিকিৎসা ক্ষেত্রেও পৌঁছে গেছে এআইয়ের সাফল্য। ওপেন আইয়ের তৈরি শক্তিশালী চ্যাটবট মডেল হলো চ্যাটজিপিটি। আপনার প্রশ্নের সঠিক উত্তর মাত্র কয়েক সেকেন্ডে আপনাকে দিয়ে দিতে পারে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটিতে রয়েছে ভয়েস চ্যাট ফিচার। চ্যাটজিপিটি ভয়েস চ্যাট ব্যবহার করতে, আপনার চ্যাটজিপিটি মোবাইল অ্যাপের প্রয়োজন হবে। এই অ্যাপটি গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে, তবে অ্যাপটি ডাউনলোড করুন গুগল প্লে থেকে। আপনার যদি আইফোন থাকে তবে অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন। দেখে নিন বিনামূল্যে কীভাবে চ্যাটজিপিটির ভয়েস চ্যাট ব্যবহার করতে পারবেন-
>> প্রথমে আপনার ডিভাইসে চ্যাটজিপিটি অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করুন।
>> আপনি যদি এরইমধ্যে একজন ব্যবহারকারী হন তবে দেখে নিন আপনার কাছে সর্বশেষ সংস্করণ রয়েছে কি না।
>> আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন। যদি আপনার একটি অ্যাকাউন্ট না থাকে, একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এজন্য সাইন ইন করুন।
>> ভয়েস চ্যাট অন করুন। চ্যাট বক্সের ডানদিকে হেডফোন আইকনে ক্লিক করুন।
>> এবার আপনাকে ভয়েসে তাকে কিছু প্রশ্ন করতে হবে। একবার আপনার ভয়েস চ্যাট অন হয়ে গেলে, আবার হেডফোন আইকনে ক্লিক করুন এবং আপনার ভয়েস ব্যবহার করে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন শুরু করুন।
সূত্র: মেক ইউজ অব
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।