ডেস্ক রিপোর্ট: রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ওয়াশিংটন ‘বিদেশি এজেন্ট’ সংক্রান্ত একটি আইন পাসের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পর জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন। তিবিলিসিতে সাংবাদিকদের কোবাখিদজেকে উদ্ধৃত করে আরআইএ বার্তা সংস্থা জানিয়েছে, ‘জর্জিয়ান-আমেরিকান সম্পর্ক অবশ্যই পর্যালোচনা করা উচিত। আমরা রাষ্ট্রদূতের সাথে এটি নিয়ে আলোচনা করব’। প্রধানমন্ত্রী বলেন, নীতিতে দ্রুত ও তীক্ষè পরিবর্তনের জন্য কূটনীতিকের আহ্বানে পূর্ববর্তী মার্কিন রাষ্ট্রদূতের অধীনে ওয়াশিংটনের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রধানমন্ত্রীর জর্জিয়ান ড্রিম পার্টি নিয়ন্ত্রিত জর্জিয়ার পার্লামেন্ট আইনটি পাস করেছে যে, সংস্থাগুলো বিদেশি প্রভাবের এজেন্ট হিসাবে নিবন্ধনের জন্য বিদেশ থেকে তাদের তহবিলের ২০ শতাংশের বেশি প্রাপ্তির প্রয়োজন। আইনটি বড় রাস্তায় বিক্ষোভের জন্ম দিয়েছে।
সূত্র : রয়টার্স।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।