জেনে নিন সাপোজিটরির সঠিক ব্যবহার

Daily Ajker Sylhet

editorbd

০২ জুন ২০২৪, ০৩:২৯ অপরাহ্ণ


জেনে নিন সাপোজিটরির সঠিক ব্যবহার

ডেস্ক রিপোর্ট: সাপোজিটরি হলো কঠিন, বুলেট আকৃতির ওষুধ, যা মলদ্বার, যোনি বা মূত্রনালিতে প্রবেশের জন্য তৈরি করা হয়। এটা শরীরে দ্রবীভূত হয় এবং রক্তপ্রবাহে শোষিত হয়। এগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। যেমন-সমস্যাযুক্ত স্থানে ওষুধ সরবরাহ করা, পাঁচনতন্ত্রকে এড়িয়ে যাওয়া এবং মুখে খাওয়া ওষুধের বিকল্প হিসেবে এটি ব্যবহার করা হয়। মোটকথা ওষুধ সরবরাহের একটি বিকল্প পথ তৈরি করে দেয় সাপোজিটরি। জটিলতা এড়াতে এবং কার্যকারিতা নিশ্চিতে নিয়ম মেনে সাপোজিটরি ব্যবহার করা উচিত।
কখন সাপোজিটরি ব্যবহার করা হয়?
রেক্টাল সাপোজিটরি
* কোষ্ঠকাঠিন্য : গ্লিসারিন ও বিসাকোডিল সাপোজিটরি কোষ্ঠকাঠিন্য দূর করে।
* ব্যথা ও জ্বর : ব্যথানাশক ও অ্যান্টিপাইরেটিক সাপোজিটরি ব্যথা ও জ্বর কমায়।
* বমি বমি ভাব ও বমি : মুখে খাওয়ার ওষুধ বমি হয়ে গেলে অ্যান্টি-এমেটিক সাপোজিটরি কার্যকর হতে পারে।
* হেমোরয়েডস : হাইড্রোকর্টিসোন বা অন্যান্য প্রশান্তিদায়ক এজেন্টযুক্ত সাপোজিটরিগুলো প্রদাহ ও ব্যথা কমাতে পারে।
যোনি সাপোজিটরি
* সংক্রমণ : অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিবায়োটিক সাপোজিটরিগুলো যোনি সংক্রমণের চিকিৎসা করে, যেমন-ইস্ট সংক্রমণ ও ব্যাকটেরিয়া ভ্যাজিনোসিস।
* হরমোনের চিকিৎসা : মেনোপজের লক্ষণগুলোর জন্য হরমোন প্রতিস্থাপন থেরাপিতে ইস্ট্রোজেন সাপোজিটরি ব্যবহৃত হয়।
* গর্ভনিরোধক : কিছু শুক্রাণুনাশক এজেন্ট সাপোজিটরি আকারেও কাজ করে।
ইউরেথ্রাল সাপোজিটরি
* ইরেক্টাইল ডিসফাংশন : কখনো কখনো এই অবস্থার জন্য অ্যালপ্রোস্টাডিল সাপোজিটরি ব্যবহার করা হয়।
কখন ব্যবহার করা যাবে না?
* অ্যালার্জি : সাপোজিটরির কোনো উপাদানে অ্যালার্জি থাকলে এড়িয়ে চলতে হবে।
* মলদ্বার বা যোনি প্রদাহ : গুরুতর হেমোরয়েডস, মলদ্বার থেকে রক্তপাত বা যোনি সংক্রমণের মতো সমস্যা আরো বাড়িয়ে তুলতে পারে।
* সদ্য অস্ত্রোপচার বা আঘাত : মলদ্বার, যোনি বা আশপাশের এলাকায় সদ্য অস্ত্রোপচার করা হলে বা শরীরের কোথাও আঘাত লেগে থাকলে সাপোজিটরির ব্যবহার এড়িয়ে চলতে হবে।
* নির্দিষ্ট শারীরিক অবস্থা ও সতর্কতা : কিছু দীর্ঘস্থায়ী অবস্থা, যেমন-রেক্টাল ক্যান্সার, অ্যানাল ফিসার বা কিছু গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগ থাকলে সাপোজিটরি ব্যবহার করা যাবে না। গর্ভবতী নারী বা নির্দিষ্ট স্বাস্থ্যগত অবস্থার ব্যক্তিদের শুধু ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপোজিটরি ব্যবহার করতে হবে।

সুত্র:এফএনএস ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।