জনপ্রিয়তায় খরা! অর্কুটের মতো মৃত্যুমুখে ফেসবুক?

Daily Ajker Sylhet

editorbd

০২ জুন ২০২৪, ০৪:০২ অপরাহ্ণ


জনপ্রিয়তায় খরা! অর্কুটের মতো মৃত্যুমুখে ফেসবুক?

ডেস্ক রিপোর্ট: ফেসবুকের ‘রিচ’ কমছে। এই সমাজমাধ্যম কি মৃত্যুমুখে পতিত? আপনি ব্লুটিকওলা ‘সেলিব্রিটি’ হোন বা সাধারণ সোশাল মিডিয়া ব্যবহারকারী, ক্রমশ কমছে লাইক, কমেন্ট শেয়ার। কারণ কী? ফেসবুক তথা অভিভাবক সংস্থা ‘মেটা’র কোনও প্রযুক্তিগত ত্রুটি? নাকি আপনার পোস্টগুলো আগের মতো জুতসই হচ্ছে না, দোষ কার? নতুন শতাব্দীর প্রথম দশক ডিঙিয়ে ফেসবুক হল অন্যতম জনপ্রিয় সমাজমাধ্যম। সমান্তরাল এক ভার্চুয়াল সমাজ গড়ে তুলেছে সে। যার ভালো ও মন্দ দুই দিক রয়েছে। ফেসবুক, ওয়াটসঅ্যাপ, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউবের মতো সোশাল মিডিয়ায় নেশাগ্রস্ত হয়ে পড়ছে নতুন প্রজন্ম, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন মনরোগ বিশেষজ্ঞরা। এর মধ্যেই ফেসবুকের গ্রাহকদের অভিযোগ, ইদানীংকালে ‘রিচ’ কমতে কমতে তলানিতে ঠেকেছে। আসল কারণ কী? বিশেষজ্ঞদের দাবি, ক্রমশ নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা হারাচ্ছে মার্ক জুকারবার্গের সংস্থা। একদিকে যেমন নতুন ফেসবুক অ্যাকাউন্টের সংখ্যা কমছে, তেমনই পুরনো গ্রাহকদের একটা অংশ অ্যাকাউন্ট সাময়িকভাবে কিংবা পুরোপুরি বন্ধ করে দিচ্ছেন। ২০২২ সালে প্রথমবার বিষয়টা টের পাওয়া গিয়েছিল। ওই বছরের শেষ দুই ত্রৈমাসিকে প্রায় ১০ লক্ষ ব্যবহারকারীকে হারিয়েছে ফেসবুক। ১৭ বছরে প্রথমবার ঘটেছিল এই বেনজির কাণ্ড।

সুত্র:এফএনএস ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।