বিশ্বকাপে প্রতিটি ম্যাচে জয় পেতে চান আমির

Daily Ajker Sylhet

editorbd

০৬ জুন ২০২৪, ০৪:১৯ অপরাহ্ণ


বিশ্বকাপে প্রতিটি ম্যাচে জয় পেতে চান আমির

ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান একমাত্র শিরোপার জিতেছিল প্রায় দেড় দশক আগে। গত আসরে খুব কাছে গিয়েও ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল হেরে ভাঙে তাদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। আরেকটি টুর্নামেন্ট শুরুর আগে দলের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির সাফ জানিয়ে রাখলেন, এবার তাদের লক্ষ্য কেবল একটাই, প্রতিটি ম্যাচ জেতা। ডালাসে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এবারের বিশ্বকাপ অভিযান। উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে রেকর্ডগড়া জয়ে রীতিমতো উড়ছে স্বাগতিকরা। এর আগে বাংলাদেশের বিপক্ষেও সিরিজ জেতে তারা। ধারাবাহিকতা ধরে রেখে পাকিস্তানকে হারানোর লক্ষ্যও সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেন যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে সুপার এইটে খেলার পথ আরও সুগম করতে চায় স্বাগতিকরা। এরপর সংবাদ সম্মেলনে আসা আমিরকে যুক্তরাষ্ট্র অধিনায়কের মন্তব্যের কথা বলা হলে, নিজেদের দিকে মনোযোগ দেওয়ার কথাই জানান বাঁহাতি পেসার। “আমরা মূলত নিজেদের নিয়েই ভাবছি। আমরা এখানে জিততে এসেছি এবং প্রতিটি ম্যাচ জিততে চাই। এটি বিশ্বকাপ ক্রিকেট, এখানে ভুলের কোনো সুযোগ নেই। আমাদের প্রতিটি ম্যাচে পারফর্ম করতে হবে।” “আইসিসি টুর্নামেন্ট মানেই অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে ও এখানে পারফর্ম করতে প্রস্তুত আছি।” ‘সি’ গ্রুপে যুক্তরাষ্ট্রের পর পাকিস্তানের তিন প্রতিপক্ষ ভারত, কানাডা ও আয়ারল্যান্ড।

সুত্র:এফএনএস ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।