মূল্যস্ফীতির হার ১ বছরে সাড়ে ৬ শতাংশে নামানো অবাস্তব: সিপিডি

Daily Ajker Sylhet

editorbd

১২ জুন ২০২৪, ০২:২৮ অপরাহ্ণ


ডেস্ক রিপোর্ট: বৈদেশিক মুদ্রার অবনমন উদ্বেগের কারণ জানিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালাগ (সিপিডি) জানায়, প্রায় ১০ শতাংশ থেকে একবছরে মূল্যস্ফীতির হার সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনা অবাস্তব। বুধবার (১২ জুন) গুলশানে একটি হোটেলে আয়োজিত ‘বাজেট সংলাপ ২০২৪’-এ মূল প্রবন্ধে ড. ফাহমিদা খাতুন এসব কথা বলেন। তিনি বলেন, উচ্চ খাদ্য মূল্যস্ফীতি দরিদ্র্য মানুষের ওপর চাপ তৈরী করছে। বাজেটে খাদ্য সহায়তার পরিমাণ কমানো হয়েছে। সংস্থাটি বলছে, বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য বৃদ্ধি করা হয়েছে। কিন্তু উৎপাদন বাড়াতে প্রয়োজন বিনিয়োগ। জিডিপির ২৭ ভাগের বেশি বিনিয়োগ লক্ষ্য পূরণ করা কঠিন। মে মাস পর্যন্ত রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ শতাংশ। কিন্তু বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য ৮ ভাগ। সংস্থাটি বলছে, কালো টাকা সাদা করার উদ্যোগ সৎ করদাতাদের ওপর অন্যায়। বাজেট ঘাটতি অর্থায়নে ব্যাংক নির্ভরতায় ব্যাক্তিখাতের সুযোগ কমে যাবে। এতে বাড়বে সুদের হার। অন্যদিকে বাড়ছে সুদ বাবদ ব্যয়। রিজার্ভ ক্রমাগত নিচে নামছে। এ বিষয়ে নানামুখী উদ্যোগ নেয়া হলেও সম্ভাবনা দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করে সিপিডি।

সুত্র:এফএনএস ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।