৩ ঘন্টার রেকর্ড বৃষ্টি, আবারো জলমগ্ন সিলেট নগর – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৩৩, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

৩ ঘন্টার রেকর্ড বৃষ্টি, আবারো জলমগ্ন সিলেট নগর

editorbd
প্রকাশিত জুন ১৩, ২০২৪
৩ ঘন্টার রেকর্ড বৃষ্টি, আবারো জলমগ্ন সিলেট নগর

ডেস্ক রিপোর্ট: মাত্র তিন ঘণ্টার টানা বৃষ্টিতে আবারো জলমগ্ন হলো সিলেট নগরী। রাস্তাঘাট ডুবে ড্রেনের পানিতে একাকার হয়ে বাসাবাড়িতে উঠেছে ময়লা পানি। কোথাও হাঁটু কোথাও কোমর সমান জলাবদ্ধতার সৃষ্টি হয়। জনারণ্য সড়কগুলো পানিতে ভরে একেকটা ছড়ায় যেন পরিণত হয়। সিলেটে চিকিৎসা সেবার সর্ববৃহৎ প্রতিষ্ঠান এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কলেজেও জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মধ্য রাতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। শনিবার সন্ধ্যা রাত থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। এরপর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ভারি বর্ষণ হয় সিলেটে। এই সময়ে ২২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস। আর শেষ ২৪ ঘন্টায় বৃষ্টি রেকর্ড হয়েছে ২৫৭ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি এই মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টি। বৃষ্টিতে নগরের মীরাবাজার, যতরপুর, আগপাড়া, সোনারপাড়া, শিবগঞ্জ, সোবহানীঘাট, উপশহর, তেররতন, মেন্দিবাগ , ছড়ারপাড়, মাছিমপুর, দরগা মহল্লা, পায়রা, জালালাবাদ, চৌহাট্টা, মিরবক্সটুলা, তালতলা, জামতলা, মনিপুরী রাজবাড়ি, মিরের ময়দান, বাগবাড়িসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, ভারী বর্ষণ শুরুর ঘণ্টা দেড়েকের মধ্যে বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। অনেক এলাকায় প্রথমে সড়ক ডুবে যায়। এরপর বাড়ি ঘরে পানি উঠতে শুরু করে। কোথাও কোথাও ড্রেন ভর্তি হয়ে রাস্তা দিয়ে পানি ছুটতে দেখা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।