ব্রিটেনের বিচারমন্ত্রীর দায়িত্বে প্রথম মুসলিম নারী
০৬ জুলা ২০২৪, ০২:০৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ব্রিটেনের পার্লামেন্টে হয়েছে বড়সড় রদবদল। সংসদ নির্বাচনে ঋষি সুনকের কনজারভেটিভ পার্টিকে হারিয়ে জয়ী হয়েছে লেবার পার্টি। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন স্যার কিয়ার স্টারমার। দায়িত্ব নেয়ার পর নতুন মন্ত্রীসভার সদস্যদের নামের তালিকা তিনি প্রকাশ করেছেন। আর সেখানেই দেখা গিয়েছে, ব্রিটেনের মন্ত্রীসভায় এই প্রথম স্থান পেয়েছেন একজন মুসলিম মহিলা। তিনি হলেন শাবানা মাহমুদ। ব্রিটেনের ইতিহাসে এই প্রথম মুসলিম মহিলা বিচারমন্ত্রী হয়েছেন। শুধু তাই নয় শাবানা মাহমুদ ‘লর্ড অব চ্যান্সেলর’ নামক প্রাচীন পদ গ্রহণ করতে চলেছেন। ১৭ জুন পার্লামেন্ট উদ্বোধনের আগেই তিনি শপথ নিতে চলেছেন।
কে শাবানা মাহমুদ? তিনি পাকিস্তান নিয়ন্ত্রণাধীন আজাদ-কাশ্মীর বংশোদ্ভূত। বর্তমানে শাবানা মাহমুদ ইংল্যান্ডের বার্মিংহামে বসবাস করেন। ২০১০ সালে শাবানা প্রথমবার রাজনীতিতে নামেন। সেইসময় তিনি নির্বাচনে জিতে অ-ব্রিটিশ মুসলিম নারী হিসেবে ২০১০ সালে প্রথমবার হাউস অব কমন্সে যান। এছাড়াও গত দুই বছর ধরে উপ-নির্বাচনের সময় লেবার পার্টির নির্বাচনী প্রচারণার প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি শাবানা লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। পূর্ণ মন্ত্রী হওয়ার আগে তিনি ব্রিটেনের স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের ছায়া মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। এবার শাবানা হলেন ‘লর্ড অব চ্যান্সেলর’।
সুত্র: দৈনিক ইনকিলাব